ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা জজ শীপের চত্তরে বিভিন্ন সময় মামলায় জব্দ হওয়া ২০০২ বেতাল ফেন্সিডিল ধংশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিচার বিভাগের বিচারকগন ও পুলিশের উপস্থিতিতে পৌরসভার রোলারের সাহায্যে জব্দকৃত ২০০২ বোতল ফেন্সিডিল পিষিয়ে ধংশ করা হয়।
মাদক দ্রব্য ধ্বংস কালীন সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন এর নেতৃত্ব দেন। এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবু শামীম আজাদ, ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং অনান্য বিচারকরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে জব্দকৃত ২০০২ বেতাল ফেন্সিডিল ধ্বংস-Aporadh-Barta