সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে রেহেনা (৪৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। ৮ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল গ্রামের জজ মিয়ার মুদি দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক রেহেনা (৪৫) উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল গ্রামের মৃত সেন্টু ভুইয়ার স্ত্রী। গোপন সংবাদের সিরাজদিখান থানার এস আই আঃ আজিজ লস্কর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে রেহেনা (৪৫) কে আটক করতে সক্ষম হন। মাদক বিক্রি করার সময় তার হাতে থাকা ৫শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সে এলাকায় মাদক স¤্রাজ্ঞী নামে পরিচিত।
এলাকাবাসী জানায়, রেহেনা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক দ্রব্য গাজা বিক্রি করিয়া আসিতেছে। শুধু রেহেনাই নয় এই এলাকায় একাধীক মাদক ব্যবসায়ী রয়েছে। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি তাদেরকে আইনের আওতায় আনার জন্য।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক রেহেনার বিরুদ্ধে এর আগেও সিরাজদিখান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের দুইটি মামলা রুজু রয়েছে। সিরাজদিখান থানার (ওসি) অপারেশন গাজী সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে অপরাধ বার্তাকে জানান, মাদক ব্যবসায়ী রেহেনাকে ৫শ গ্রাম গাজা সহ আটক করা হয়েছে। তাকে মাদক নিয়ন্ত্রন আইনের মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।