অনলাইন বার্তাঃ
ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ ৪ ডাকাতকে আটক করেছে ধামরাই থানা-পুলিশ। মঙ্গলবার রাতে চৌটাইল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ধামরাই থানার চৌটাইল গ্রামের আব্দুল মালেকের ছেলে শহিদুর ইসলাম(৩০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার উত্তর ধর্মপুর গ্রামের আনছার আলী পুদানের ছেলে হাসানুর(২৫), একই জেলা থানার উত্তর ফুলবাড়িয়া গামের চিনু মিয়ার ছেলে সামিউল(২৪) ও জয়পুরহাট জেলার কালাই থানার গঙ্গাদাসপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে শাজানাহ(৩২)।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি শেখ রিজাউল হক (দিপু) জানান, তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।