|

ঈশ্বরগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৮ জন অসুস্থ

প্রকাশিতঃ 11:22 pm | January 16, 2018

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৮ জন অসুস্থ হয়ে পড়েছে। সোমবার রাতে উপজেলার চর হোসেনপুর গ্রামে চন্দন দেবনাথের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘরের দরজা না খুললে প্রতিবেশিরা সন্দেহ প্রকাশ করে। তারপর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ ঘরে করলে পরিবারের ৮ জনকেই অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে অজ্ঞান অবস্থায় দীনেশ দেবনাথ (৭০), চন্দন দেবনাথ (৩৫), অঞ্জলী দেবনাথ (৬০), নয়ন দেবনাথ (৩৫), রিয়া দেবনাথ (৩০), পূর্নতা দেবনাথ (৮) পুষ্পিতা দেবনাথ (৩), ইতি দেবনাথ(২), ধীরেশ দেবনাথ (৭৫) তাদেরকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য সকলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এর মধ্যে ইতির আবস্থায় গুরুত্বর।

ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডা. শোয়েব অপরাধ বার্তাকে জানান ভাতের সাথে চেতনা নাশক ওষুধ খাওয়ানোর ফলে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা ধারণা করছেন ঘরের মালামাল চুরি করার জন্য দুর্বত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

এব্যাপরে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, বিষয়টি শুনেছি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।