|

এ্যানির বাসায় হামলার ঘটনায় ফখরুলের নিন্দা

প্রকাশিতঃ ৬:৪২ অপরাহ্ন | ডিসেম্বর ১৯, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসায় হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (আজ) মঙ্গলবার বিএনপি’র কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বিএনপি’র মহসচিব বলেন, ১৮ ডিসেম্বর রাতে এ্যানির লক্ষ্মীপুরের বাস ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ফখরুল।

এ্যানির বাসায় হামলার ঘটনায় ফখরুলের নিন্দা-Aporadh-Barta

এ্যানির বাসায় হামলার ঘটনায় ফখরুলের নিন্দা-Aporadh-Barta

প্রসঙ্গত: সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসায় কে বা কাহারা ইট-পাটকেল নিক্ষেপ ও আশপাশে ঝুলানো ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে ছিঁড়ে ফেলে। তবে এ ঘটনার সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাসায় ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রলীগের ৩০/৪০ জন নেতাকর্মী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। প্রতিবাদে রাত ১০টার দিকে শহরে মিছিল করেন দলীয় নেতাকর্মীরা।

মিছিলে অংশ নেন- সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক আবদুল আলীম হুমায়ুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, হাবিবুর রহমান বাবু, হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নিশু, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, আদর্শিকতার দিক থেকে ছাত্রলীগ কখনোই হামলা করে না। হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নয়। সম্প্রতি পৌর ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি গঠনসহ এ্যানি চৌধুরী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটনাটি ঘটতে পারে বলে দাবী করেন ছাত্রলীগ সভাপতি।

এ্যানির বাসায় হামলার ঘটনায় ফখরুলের নিন্দা-Aporadh-Barta

এ্যানির বাসায় হামলার ঘটনায় ফখরুলের নিন্দা-Aporadh-Barta

দেখা হয়েছে: 600
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪