আরিফ আহমেদ, গৌরীপুরঃ
ময়মনসিংহ গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে শিবপুর এল ইউ আলিম মাদ্রাসায় শনিবার (২৭ জানুয়ারি) দাখিল ও আলিম পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুরের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, মাদ্রাসার অধ্যক্ষ মফিজ উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূইয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- এমপি মহোদয়ের বড় ছেলে ব্যাংক কর্মকর্তা তানভীর আহমেদ সজীব, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মোতালেব, আব্দুল হামিদ, রুকনোজ্জামান, শিমুল মিয়া, শ্রমিকলীগ নেতা লিটন মিয়া, গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক স্বাধীন প্রমুখ। আলোচনা শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।