fbpx

|

চাচা-ভাতিজির প্রেমের বলি এবার ফুফু!

প্রকাশিতঃ ১:২৩ পূর্বাহ্ন | ডিসেম্বর ২০, ২০১৭

অনলাইন বার্তাঃ
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে প্রেম করে ভাতিজিকে নিয়ে পালানোর সময় বাধা দেওয়ায় মেয়ের ফুফুকে কুপিয়েছে এক যুবক।

 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চাচাতো ভাইয়ে মেয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এক যুবকের। পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনাও করেছিল তারা। সেই পরিকল্পনা অনুযায়ী, রবিবার রাত বারোটার দিকে ভাতিজিকে বাড়ি থেকে আনতে গেলে পিসির বাধার মুখে পড়ে ওই যুবক। বাধা দেন মেয়ের ফুফু। ওই সময় রাগে ফুফুর গলায় কোপ দেয় ওই যুবক।

গুরুতর আহত অবস্থায় আরতি মল্লিক(৫৪) নামে ওই মহিলাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাঁর মৃত্যু হয়।

 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের ভাতারের ভাটাকুল গ্রামে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। এ ঘটনায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক। যদিও মেয়েটির বাবার দাবি, মেয়েটি ওই যুবককে বিয়ে করার জন্য রাজি ছিল না।

দেখা হয়েছে: 670
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!