সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চরবিশ্বনাথ গ্রামে ৩টি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৭ জানুয়ারী দিবাগত রাত ৩ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৭ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলার বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামের দিলিপ মন্ডলের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই এলাকার লোকজন দুইটি সেল মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা করে পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক একটি দল দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

সিরাজদিখানে অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভস্মিভুত, অগ্নিদগ্ধ ৭-Aporadh-Barta
ওই বাড়ীর গৃহ কর্তা দিলিপ মন্ডল জানান, বাড়িটির উত্তর দিকের ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দিলিপ মন্ডলের দুইটি চৌ-চালা বসত ঘর ও একটি দো-তলা ঘর পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ঘরে থাকা চাল, ডাল, বস্ত্র, শর্ণালঙ্কার ও আসবাবপত্র সহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

সিরাজদিখানে অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভস্মিভুত, অগ্নিদগ্ধ ৭-Aporadh-Barta