|

নড়াইলে বেলুন উড়িয়ে ১০দিনব্যাপি সুলতান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিতঃ 8:24 pm | December 28, 2017

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ১০ দিনব্যাপি সুলতান মেলা জাতীয় মেলার রূপ দিতে এবার ভিন্ন আঙ্গিকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। বিকাল সাড়ে তিনটায় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, বাংলাদেশ অলিম্পিক গেমসের যুগ্ম মহাসচিব আশিকুর রহমান।

এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক ও দৈনিক নবদিগন্ত পত্রিকার নড়াইল সদর উপজেলা প্রতিনিধি মোঃ হিমেল মোল্যা, ক্লাবের কোষাধ্যক্ষ আক্তার মোল্যা (বাগডাঙ্গা), দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, বুলু প্রমুখ।

জানা যায়, জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১০ দিনব্যাপি এ মেলায় নড়াইলের বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। ১০ দিনব্যাপি এ মেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ ক্রীড়া উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।