অপরাধ, আইন ও আদালত, বাংলাদেশ, ময়মনসিংহ, স্পেশাল বার্তা

ঈশ্বরগঞ্জে গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার আসামী আটক

উবায়দুল্লাহ রুমি ,ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার আসামী আটক। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজীবপুর ইউনিয়নের খুলিয়ারচর গ্রাম থেকে শামছু মিয়ার পুত্র সোহাগ মিয়াকে (২২) গোপন সংবাদের ভিত্তিতে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

 

এজাহার সূত্রে জানা যায়, সোহাগ মিয়া প্রায় সময়ই ধর্ষিতাকে কুপ্রস্তাব দিত এবং এ বিষয়ে তাকে সচেতন করতে চাইলে সে হুমকি প্রদর্শন করতো।

 

পরে গত ১৪ ডিসেম্বর গার্মেন্টস কর্মী বাড়িতে আসলে পরের দিন ভোরে সোহাগ মিয়া পাশের বাড়ির গার্মেন্টস কর্মীকে অজ্ঞাতনামা একজন সঙ্গীসহ ধর্ষণ করে এবং হত্যার উদ্দেশ্যে তলপেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ধর্ষিতার বাবা বাদী হয়ে ওইদিনই ঈশ্বরগঞ্জ থানায় সোহাগ ও অজ্ঞাতনামা একজনকে আসামী করে মামলা দায়ের করে।

 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *