|

পিএসসিতে সাফল্যের ধারাবাহিকতায় গৌরীপুর চাইল্ড ফেয়ার

প্রকাশিতঃ 6:20 pm | January 02, 2018

স্টাফ রিপোর্টার:
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বছরের মতো ২০১৭ সালেও ময়মনসিংহ গৌরীপুর চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুল সাফল্যের ধারাবাহিতা ধরে রেখেছে। গত ৩০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায় ১০ জন অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ ৫ অর্জন করেছে, অন্যরা জিপিএ ৪.৫০ এর উপরে রয়েছে।

জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলো- গাফফার মাহমুদ জিহান, রাব্বি হাসান রাতুল, সাদিয়া সুলতানা স্মৃতি ও ফারজানা ইসলাম তোয়া। তমধ্যে গাফফার মাহমুদ জিহান উপজেলায় সম্মিলিত মেধা তালিকায় তৃতীয়।

বিদ্যালয়ের পরিচালক আরিফ আহমেদ জানান- আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্রেণিতেই পড়া শিখিয়ে দেওয়া হয়। কোন শিক্ষার্থীকে কোচিং সেন্টারে ভর্তির অনুমতি দেওয়া হয় না।

উল্লেখ্য, চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুল ২০০৭ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১৪ সালে প্রথম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে। শুরুতেই চমক দেখায় বিদ্যালয়টি, ৪ জন অংশ গ্রহণ করে শতভাগ জিপিএ ৫ অর্জন ও ২ জন ট্যালেন্টপুল ও ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। ২০১৫ সালে ছয় জনের মধ্যে ৫জন ও ২০১৬ সালেও ছয় জনের মধ্যে ৫জন করে ছাত্রছাত্রী জিপিএ ৫ ও বৃত্তি পেয়েছে।

পিএসসিতে সাফল্যের ধারাবাহিকতায় গৌরীপুর চাইল্ড ফেয়ার-Aporadh-Barta

পিএসসিতে সাফল্যের ধারাবাহিকতায় গৌরীপুর চাইল্ড ফেয়ার-Aporadh-Barta