|

গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৬:৫৯ অপরাহ্ন | জানুয়ারী ২৫, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রাজেন্দ্র (আর.কে) কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানী সাহার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বদরুল আলমের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, সাবেক প্রধান শিক্ষক (অব.) মো: ফজর আলী ও তফাজ্জল হোসেন, সহ-প্রধান শিক্ষক লুৎফা খাতুন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এস এম সাজ্জাদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপিত বেগ ফারুক আহম্মেদ, গৌরীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মোহসিন মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ ও ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ।

সাবেক ও বর্তমান ছাত্রদের মধ্যে মোট ৩২টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বার্ষিক ক্রীড়া কমিটির সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই দিনে গৌরীপুর নূরুল আমীন খান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খ্না পাঠান সেলভী। বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক মো: শহীদুল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুল হালিম, আবু তাহের প্রমুখ।

দেখা হয়েছে: 650
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪