fbpx

|

গাজীপুরে মাটির নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিতঃ ৫:১৬ অপরাহ্ন | ডিসেম্বর ২৬, ২০১৭

অনলাইন বার্তাঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৪ ডিসেম্বর রবিবার রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়গোবিন্দপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে নীল রংয়ের প্রিন্টের সেলোয়ার কামিজ ও কালো রংয়রে বোরকা এবং গলায় মাফলার পেঁচানো রয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এবং স্থানীয়রা সিএইটটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রবিবার বিকেলে বড়গোবিন্দপুর এলাকার বনের পাশে মাটি চাপা দেওয়া একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে মাটি খুড়ে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, লাশটি তিন/চার দিনের পুরানো এবং পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটি চাপা দিয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দেখা হয়েছে: 408
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪