শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে অর্ধ কোটি টাকার হেরোইনসহ এক নারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। গোদাগাড়ী মডেল থানার এসআই হাসান হাফিজুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মহিষালবাড়ী সাগরপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ীতে অভিযান চালিয়ে বাজারের ব্যাগে ভর্তি পাঁচ প্যাকেট হেরোইনসহ মাহমুদা আক্তার মমতাজ নামের একজনকে আটক করে।
আটককৃত মাহহমুদা আক্তার মমতাজ (৪০) পৌর এলাকার মহিষাল বাড়ী সাগরপাড়া এলাকার শরিফুল ইসলামের স্ত্রী ।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সী জানান, শুক্রবার সকাল ৭ টার সময় পৌর এলাকার সাগরপাড়া গ্রামে ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আলাদতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।