|

৪০ দিনের কর্মসৃজন কর্মসুচি প্রকল্পে হ-য-র-ল অবস্থা

প্রকাশিতঃ 10:06 pm | January 14, 2018

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

পলাশবাড়ীতে ৪০ দিনের কর্মসৃজন কর্মসুচি প্রকল্পে হ- য- র- ল অবস্থা সংশ্লিস্ট কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে সরকারের এসব উন্নয়ণ প্রকল্প ভেসতে যেতে বসেছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড ঘুরে দেখা যায় ৫৩ জন শ্রমিকের মাঝে কাশিয়াবাড়ী স্কুলের পিছনের রাস্তায় শ্রমিক পাওয়া যায় ২৩ জন।

এ সময় সাংবাদিক আসার খবর শুনে সর্দার মোহাম্মদ আলি জানান, কেউ খেতে গেছে, কেউ ছবি তুলতে গেছে, কেউ বা পাশ্বের জমিতে আলু তুলছে। যে ২৩ জন উপস্থিত আছেন তাদের মধ্য মেয়েরা মাথার উকুন দেখছেন, আর পুরুষেরা গল্পে মজে গেছেন। আর সর্দার বাজারে চা ফুকাতে গেছেন। অপরদিকে ১ নং ওয়ার্ডে দেখা যায় মাত্র ২২ জন শ্রমিক কাজ করছেন।

এদিকে ৩ নং ওয়ার্ডে শ্রমিক নিয়ে গল্পে মশগুল মহিলা ওয়ার্ড সদস্যার স্বামী হরি। সেখানেও ৫১ জন শ্রমিকের মধ্য পাওয়া যায় মাত্র ২১ জন। এই হলো পলাশবাড়ী উপজেলার ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের অবস্থা।