|

ঈশ্বরগঞ্জে মাছের সাথে এ কেমন শত্রুতা

প্রকাশিতঃ ৬:০১ অপরাহ্ন | জানুয়ারী ২০, ২০১৮

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরনওপাড়া গ্রামে আল মামুনের দুটি পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটে।

এ ব্যাপারে মাছ চাষি আল মামুন জানান, তিনি চারটি পুকুরে মাছ চাষ করছেন। প্রতিটি পুকুরে প্রায় দুই লাখ টাকার মাছ আছে। গত বৃহস্পতিবার রাতে তাঁর দুটি পুকুরে বিষ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকে ওই দুই পুকুরের রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এ ঘটনায় পাশের বাড়ির ফয়জুল মিয়ার ছেলে রিপন মিয়াকে (৩৫) দায়ী করেছেন আল মামুন।

মামুন বলেন, তাঁর খামারের কর্মচারী জুয়েলের বাধা উপেক্ষা করে প্রতিবেশী রিপন মিয়া বড়শি দিয়ে প্রায়ই পুকুর থেকে মাছ ধরে নিয়ে যেতেন। গত সোমবার তাঁকে বড়শি ফেলতে নিষেধ করেন জুয়েল। এ কারণে ওই দিন সন্ধ্যায় রাস্তায় একা পেয়ে জুয়েলকে মারধর করেন রিপন। এরপর রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোদাব্বির হোসেনের কাছে মারার ঘটনা জানিয়ে বিচার চান আল মামুন। চেয়ারম্যান ঘটনাটি দেখবেন বলে আশ্বস্ত করেন। বিচার চাওয়ায় রিপন ক্ষিপ্ত হয়ে ক্ষতি করার হুমকি দেন। এর চার দিনের মাথায় তাঁর পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।

আল মামুন বলেন, গ্রামে আমার কোনো শত্রু নেই। চুরি করে মাছ ধরতে বাধা দেওয়ায় রিপন ক্ষুব্ধ হয়ে পুকুরে বিষ ঢেলে আমার সর্বনাশ করেছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত রিপনের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দেখা হয়েছে: 484
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪