fbpx

|

নড়াইল মুখার্জী হাসপাতাল নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ ৪:১৬ অপরাহ্ন | জানুয়ারী ১২, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলে শুভ্রা মুখার্জী হাসপাতাল পূর্ব নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নড়াইলবাসী। সেই সাথে শুভ্রা মুখার্জী হাসপাতালের জন্য পূর্ব নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ সময় শুভ্রা মুখার্জী হাসপাতালের নামে দানকৃত জমির দাতারাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় নড়াইল জেলা জজকোর্টের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্য বক্তব্য প্রদান করেন নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. গোলাম নবী, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সদস্য এস.কে রুবেল, নড়াইল জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক প্রতীক বিশ্বাস প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শুভ্রা মুখার্জী হাসপাতাল পুর্ব নির্ধারিত স্থানে বাস্তবায়ন করা নড়াইলবাসীর প্রাণের দাবি। এছাড়াও উক্ত হাসপাতাল স্থানান্তরের ব্যাপারে যারা ষড়যন্ত্র করছে তাদেরকেও দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলেও বক্তারা হুঁশিয়ারি প্রদান করেন।

দেখা হয়েছে: 438
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!