মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারীরা চাকুরী জাতীয় করনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখা। মঙ্গলবার দুপুরে ১ঘন্টাব্যাপী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই কর্মসুচি পালন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস) নীলফামারী জেলা শাখার আয়োজনে, বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করনের দাবীতে জেলার প্রায় ২ হাজার শিক্ষক কর্মচারী ক্লাস বর্জন করে মানববন্ধনে অংশ গ্রহন করেন।
বক্তরা বলেন, ২০১০ শিক্ষানীতির মাধ্যমে বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করনের আশ্বাস দেওয়া হলেও আজবদী তা বাস্তবায়ন হয়নি।
তারা বলেন, বৈসম্যমুলক শিক্ষানীতি পরিহার করে, প্রাথমিক বিদ্যালয় গুলোকে যেভাবে সরকারী করন করা হয়, ঠিক তেমনি বেসরকারী মাধ্যমিক বিধ্যালয় গুলোকে জাতীয়করন করে অসহায় শিক্ষকদের পরিবারের পাশে দাঁড়ানোর আহব্বান জানান আন্দোলনকারীরা।

চাকুরী জাতীয় করনের দাবিতে মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মানববন্ধন
বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মোজাহারুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি উত্তম কুমার রায়, সাধারন সম্পাদক তিমির কুমার বর্মণ, জেলা স্বাধিনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) সহসভাপতি বাবু খোকারাম রায়, ডোমারের শিক্ষক প্রতিনিধি ফিরোজ প্রধান, মৃনাল কান্তি রায়, সুধির রায় প্রমুখ।
পরে, আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।

চাকুরী জাতীয় করনের দাবিতে মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মানববন্ধন