|

জলঢাকায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

প্রকাশিতঃ 3:24 pm | January 24, 2018

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ
“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় প্রাণিসম্পদ সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, ভেটেনারি সার্জেন ফেরদৌসুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসার হারুনুর-অর রশিদ,মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক প্রমুখ।

সেবা সপ্তাহ উপলক্ষে ২৩ থেকে ২৫ জানুয়ারী স্কুল ফিডিং,ভ্যাকসিনেশন ও চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে জলঢাকা প্রাণিসম্পদ দপ্তর। র‌্যালীতে উপজেলার সকল পল্লী চিকিৎসক,খামারি ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।