|

নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে কিশোরকে পিটিয়ে জখম গ্রেফতার-২

প্রকাশিতঃ 9:35 pm | January 04, 2018

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে এক কিশোরকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আক্রমণের শিকার ওই কিশোরের নাম ছাব্বির (১৪)। সে নড়াইল পৌরসভাধীন দক্ষিণ নড়াইল এলাকার জাহাঙ্গীরের পুত্র।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে সুলতান মেলা থেকে ফেরার পথে বাংলাদেশ লাইব্রেরীর সামনে একদল দুর্বৃত্ত ছাব্বিরের ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার তাকে লাঠিসোঠা দিয়ে তাকে বেদম মারপিট করে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার দায়ে দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে রক্তিম বিশ্বাস (১৮) ও নড়াইল সদর উপজেলাধীন বাসগ্রামের সায়েমের পুত্র আশিক (১৮)। গ্রেফতারকৃতরা জানিয়েছে পূর্ব শত্রুতার জের ধরেই তারা ছাব্বিরের ওপর আক্রমণ করে।

এ ব্যাপারে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মেলায় কোনো অপ্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য পুলিশ সর্বদা সজাগ দৃষ্টি রেখেছে। যারই ধারাবাহিতায় তাদেরকে গ্রেফতার করা সক্ষম হয়েছে। নড়াইল সদর থানায় কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন অপরাধ বার্তাকে জানান, খবর পেয়ে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার দায়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।