fbpx

|

আগৈলঝাড়ায় গণধর্ষণ মামলার দুই আসামীকে হাজতে প্রেরণ

প্রকাশিতঃ ২:৪৯ পূর্বাহ্ন | জানুয়ারী ১৭, ২০১৮

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃ
বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার অন্যতম দুই আসামীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার কান্দিপাড় গ্রামের নুর মোহম্মদ সরদারের ছেলে ইলিয়াস সরদার ও কাজিরগ্রামের সুলতান সরদারের ছেলে মিজানুর সরদার সোমবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শিহাবুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।

মামলাসূত্রে জানা গেছে, আসামীরা একই উপজেলার কান্দিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গত বছর ১৮সেপ্টম্বর কয়েক বন্ধু মিলে গণধর্ষণ করে ওই ভিডিওচিত্র ধারণ করে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়ার নামে অর্থ আদায় করে।

ওই ঘটনায় স্কুলছাত্রী ২৭ সেপ্টেম্বর বাদী হয়ে থানায় উল্লেখিতদের নামসহ ৮ জনকে আসামী করে মামলা দায়ের করে। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থেকে ইলিয়াস ও মিজান আদালতে হাজির হলে বিচারক এ আদেশ প্রদান করেন।

দেখা হয়েছে: 567
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪