অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় মিষ্টির দোকানে দধির মধ্যে টিকটিকি পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দধি খেয়ে অসুস্থ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রোববার রাতে গোপালগঞ্জ জেলার চন্দ্রদীঘিলীয়া গ্রামের এসকেন ভুঁইয়া ও তার ভাতিজা আকাশ ভুঁইয়া আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের আত্মীয় বাড়ি বেড়াতে আসার সময় আগৈলঝাড়া থানার সামনে অবস্থিত শ্রী গুরুচাঁদ মিষ্টান্ন ভান্ডার দোকান থেকে দুই কেজি দধি কিনে আত্মীয় বাড়িতে নিয়ে আসেন। তখন তাদের আত্মীয় তাদের সামনে দধি খেতে দিলে এসকেন ভুঁইয়া একটি টিকটিকির অর্ধেক দধির সাথে খেয়ে ফেলেন।
পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে শ্রী গুরুচাঁদ মিষ্টান্ন ভান্ডারের মালিক রিপন হালদার জানান, দধির ভিতর টিকটিকি কিভাবে পরেছে তা আমার জানা নেই।