|

বাগমারায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

প্রকাশিতঃ 4:09 pm | January 12, 2018

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা লাইজু রাজ্জাক, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, বিআরডিবি কর্মকর্তা আমাতুল হাকিম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রুবল, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, সোনাডাঙ্গা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়ার চেয়ারম্যান আব্দুল জব্বার মন্ডল, গোবিন্দপাড়ার চেয়ারম্যান বিজন সরকার, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবন্দৃ।

আগামী ১৩ জানুয়ারী পর্যন্ত এই উন্নয়ন মেলা চলবে। এবারের উন্নয়ন মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কর্মকান্ড, ১৬টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভার উন্নয়ন চিত্র উপস্থাপনে ৫৪টি স্টল স্থাপন করা হয়েছে।