ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ এর উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে একটি বিশাল শোভা যাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সরকার এমপি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহকারি কমিশনার (ভূমি) আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, উপজেলা কৃষি অফসিার আজিজুল বারী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহানুর আলম উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন , উপজেলা নির্বাচন অফিসার শাহানুর ইসলাম, পূজা উৎযাপন পরিষদ সাধারণ সসম্পাদক দিলিপ চন্দ্র সাহা ও আবাসিক প্রকৌশলী পলাশবাড়ী প্রমুখ।