|

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার

প্রকাশিতঃ 8:25 pm | January 24, 2018

আবু রায়হান, ত্রিশালঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলাম ও নেতাজী সুভাষচন্দ্র বসুর উপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য এএইচএম মোস্তাফিজুর রহমান, স্বাগতবক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.মোঃ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার।

সেমিনারে সুভাষ-নজরুল আদর্শের সাদৃশ্য ও বর্তমানের উপর প্রবন্ধ উপস্থাপন করেন নেতাজী সুভাষ চন্দ্র বসু গবেষক ড জয়ন্ত চৌধুরী প্রবন্ধের উপর আলোচনা করেন বহুমাত্রিক ডট কমের স¤পাদক মোঃ আশরাফুল ইসলাম। উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন সামাজিক অনুষদেও ডীন প্রফেসর ড.নজরুল ইসলাম ।

পরে উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান নজরুল অধ্যয়ন ও অভিন্ন পাঠক্রমের মোড়ক উন্মোচন করেন ।