খুলনা, বাংলাদেশ, শিক্ষা ও সাহিত্য

ঝিনাইদহে দুর্নীতি প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের নবগঙ্গা মেডিকেল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে দুপ্রক আয়োজিত দুর্নীতি প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন দুপ্রক এর সাধারণ সম্পাদক এন এম শাহ জালাল, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মিজানুর রহমান ও রেজোয়ানা লাকী।

এছাড়া অনেকের মধ্যে উপস্থিত ছিলেন দুপ্রকের সদস্য শরিফুল ইসলাম ও নুরুন্নাহার কুশুম। আলোচনায় বক্তাগণ দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন। দুর্নীতিকে না বলা ও দুর্নীতিকে সামাজিকভাবে প্রতিরোধ করার জন্য সকলকে আহব্বান জানান। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতন করার ব্যাপারে মত প্রকাশ করেন বক্তারা।

আলোচনা প্রতিযোগিতায় ৭জন শিক্ষার্থী বক্তব্য রাখেন । বিজয়ী আলআমিন শরীফ, সালমা আক্তার ও ইভা আক্তারকে পুরষ্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *