fbpx

|

লক্ষ্মীপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা শিপু আটক

প্রকাশিতঃ ৯:২৬ অপরাহ্ন | জানুয়ারী ২৪, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে আব্দুর নুর শিপু (৩০) নামে এক যুবলীগ নেতাকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ভবেরহাট মাছ বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

এসময় তার শরীর তল্লাশী করে ১৮ পিস ইয়াবা উদ্ধার করে। শিপু সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ও একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের কমর উদ্দিন ভূঁইয়া বাড়ীর আবু তাহের ভূঁইয়ার ছেলে।

লক্ষ্মীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক ( এস আই) ফারুক আহম্মদ বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ভবেরহাট মাছ বাজারের সামনে থেকে শিপুকে ১৮পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

এব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শিপু রাজনীতির আড়ালে র্দীঘদিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছে। সকালে তাকে আটকের পর বিকালে মাদকদ্রব্য নিন্ত্রন আইনে মামলা দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

দেখা হয়েছে: 616
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!