|

কাব্য বিলাস নাট্য গোষ্ঠী মঞ্চায়ন করল রম্য নাটক ‘শ্রুতিবাক’

প্রকাশিতঃ 8:21 pm | December 25, 2017

বিনোদন বার্তাঃ

কাব্য বিলাস নাট্য গোষ্ঠী মঞ্চায়ন করল রম্য নাটক ‘শ্রুতিবাক’। বিজয় উৎসব ও উত্তরা থিয়েটারের পথনাটক উৎসে গতকাল দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস মঞ্চায়ন করে এ নাটকটি।

রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় শ্রুতিবাক নাটকে উঠে এসেছে, বিভিন্ন রেডিওতে বাংলা ভাষা কীভাবে বিকৃত করা হচ্ছে। হাস্যরস ভারা সংলাপ ও অভিনয় গুণে দর্শকদের মুহুর মুহুর করতালিতেই নিয়ে অভিনন্দন জানায়।

শ্রুতিবাক নাটকের অভিনেতা রাকিব জানান, এ নাটকের মধ্য দিয়ে বাংলা ভাষা বিকৃত ও বিদেশি ভাষার অপব্যবহার তুলে ধরা হয়েছে। এখনই যদি আমরা শুদ্ধ বাংলা ভাষা চর্চা করতে না পারি তবে আগামীতে আমাদের রক্ত দিয়ে কেনা বাংলা ভাষা হারিয়ে যাবে ভিন দেশি ভাষার কালো থাবায়।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে, নূর ইসলাম খান মামুন, রাকিব হাসান, নাঈম ইসলাম, বরকত, জুয়েল, সুজন, মাসুদ সহ আরো অনেকে।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

কাব্য বিলাস নাট্য গোষ্ঠী মঞ্চায়ন করল রম্য নাটক ‘শ্রুতিবাক’-Aporadh-Barta

কাব্য বিলাস নাট্য গোষ্ঠী মঞ্চায়ন করল রম্য নাটক ‘শ্রুতিবাক’-Aporadh-Barta