গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ গৌরীপুর রবিবার (২১ জানুয়ারি) ১নং মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামে চকবাড়ি বাইতুল জাব্বার আল ইসলামিয়া মাদরাসার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্রগ্রাম হাটহাজারী দারুল ইফতা মাদ্রাসার শিক্ষক মুফতি কামাল হোসাইন।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শ্যামগঞ্জ রেলস্টেশন জামে মসজিদের খতিব, মাওলানা আব্দুস ছালাম, গোবিন্দপুর জামে মসজিদের ইমাম, মাওলানা আবুল কাসেম।

কাউরাট চকবাড়ি বাইতুল জাব্বার আল ইসলামিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন-Aporadh-Barta
এ ছাড়াও বক্তব্য রাখেন- এলাকার প্রবীণ ব্যাক্তিত্ব গোলাম আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মন্ডল, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আসাদ উল্লাহ, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আলী হায়দার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: সূরুজ আলী, মাদ্রাসার শিক্ষক আব্দুল রাশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- মুফতি জুবায়ের আহমেদ।