|

খালেদা দেশকে অন্ধকারে নিতে চায়, হাসানুল হক ইনু

প্রকাশিতঃ 3:13 am | January 10, 2018

মোঃ কামাল, ময়মনসিংহঃ

ময়মনসিংহে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন জামাতে ইসলামী বাংলাদেশের অঘোষিত আমির। খালেদা জিয়া দেশকে পূনরায় অন্ধকারে নিয়ে যেতে চায়। তিনি মুখে নির্বাচনের কথা বললেও আসলে নির্বাচন চান না। বেগম জিয়া নির্বাচন বানচালের যে, চক্রান্ত চলিয়ে যাচ্ছেন তা প্রতিহত করতে হবে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি ) বিকেলে নান্দাইল উপজেলা জাসদের উদ্যোগে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাসদ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে পুনর্বার রায় প্রদান করে জোট সরকারের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার আহবান জানানিয়ে বলেন, হঠাও জঙ্গী বাঁচাও দেশ এ শপথকে সামনে রেখে দেশকে বিএনপি ও জামাত, শিবির চক্রের হাত থেকে বাঁচাতে হবে।

অনুষ্ঠানে উপজেলা জাসদের সভাপতি রফিকুল আলম আব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি শফিউল্লাহ শফি, যুগ্ন সাধারন সম্পাদক শওকত রায়হান, কেন্দ্রীয় জাসদের সদস্য, জেলা জাসদের সভাপতি ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মনোনয়ন প্রত্যাশী এড. গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকার, কিশোরগঞ্জ জেলা জাসদের সভাপতি নজরুল ইসলাম নুরু, ময়মনসিংহ জেলা জাসদের সাধারণ সম্পাদক এড.সাদেক হোসেন, যুগ্ন সম্পাদক এড. নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শিব্বির আহাম্মেদ লিটনসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে জনসভায় হাসানুল হক ইনু এড. গিয়াস উদ্দিনকে ১৫৪-ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে জাসদ তথা ১৪ দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা দেন।