অপরাধ বার্তা ডেক্সঃ
কিশোরগঞ্জ করিমগঞ্জে এক হাজার ৬শ’ পিস ইয়াবাসহ টিপু মিয়া (২৪) ও মো. নাসির (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. এম শোভন খান, (এস), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী দক্ষিণ নয়াপাড়া এলাকায় রোববার অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে টিপু মিয়া টামনী দক্ষিণ নয়াপাড়া এলাকার হারুন অর রশীদের ছেলে এবং মো. নাসির একই এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা টামনী দক্ষিণ নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাদক ব্যবসায়ী টিপু মিয়া ও মো. নাসিরের কাছ থেকে এক হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য চার লাখ আশি হাজার টাকা। ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের এই ঘটনায় করিমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।