চট্টগ্রাম, বাংলাদেশ, স্পেশাল বার্তা, স্বাস্থ্য

লক্ষ্মীপুরে চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান ও কর্মবিরতি

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান ও কর্মবিরতি পালন হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার ৩ শতাধিক স্বাস্থ্য সহকারী সোমবার (১ জানুয়ারি) এ কর্মবিরতি শুরু করে। সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে হেল্থ এসিস্টট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখা এ আয়োজন করেন।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সদর উপজেলা শাখার আহবায়ক আনোয়ার পাটোয়ারী, সদস্য সচিব জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক সাহাবুদ্দিন, সদস্য মোবারক হোসেন, মো: ফিরোজ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম, দিদারুল ইসলাম, গিয়াস উদ্দিন ফরহাদ ও কামাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা জানান, তারা প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন চান। চার দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থায় কর্মসূচি চলবে।

প্রসঙ্গত, টেকনিক্যাল বেতন স্কেলসহ পদ মর্যাদা, ভ্রমণ ভাতা, ঝুঁকি ভাতা, মূল স্কেলের ৩০%, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দিতে হবে, ১০% পোষ্য কোটা প্রবর্তন করার দাবিতে আন্দোলন করছেন স্বাস্থ্য সহকারীরা।

লক্ষ্মীপুরে চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান ও কর্মবিরতি-Aporadh-Barta
লক্ষ্মীপুরে চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান ও কর্মবিরতি-Aporadh-Barta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *