চট্টগ্রাম, জাতীয়, বাংলাদেশ, লীড নিউজ, স্পেশাল বার্তা

লক্ষ্মীপুরে মন্ত্রীর গণ-সংবর্ধনায় মর্যাদা পাননি ড.মাকছুদ কামাল

স্টাফ রিপোর্টারঃ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর এ কে এম শাহজাহান কামাল এমপির গণ-সংবর্ধনা অনুষ্ঠান মর্যাদা পাননি ঢাকা শিক্ষক সমিতির সভাপতি ড. মাকছুদ কামাল। এনিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মাঝে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা আওয়ামীলীগের গণ-সংবর্ধনায় এমন দুঃখ-জনক ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাকছুদ কামাল স্যার সারা বাংলাদেশের শিক্ষকদের নেতা আজ তাঁর মর্যাদার স্থান দেখে আমি খুব লজ্জিত।

টাকার ভারে সম্মানী ব্যক্তিরা মঞ্চের দ্বিতীয় সারিতে স্থান পান। প্রথম সারিতে স্থান পান পাপুলের মতো কোটিপতিরা। কাজী শহীদুল ইসলাম পাপলু সেলিনা শহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান।

 

Lakshmipur's minister did not get the status of a public reception. Maksud Kamal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *