|

লক্ষ্মীপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জানালা ভেঙ্গে চুরি

প্রকাশিতঃ ৫:২০ অপরাহ্ন | জানুয়ারী ১০, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি.
লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চুরির ঘটনা ঘটেছে। এসময় ভবনের দ্বিতীয়তার জানালা ভেঙ্গে ২টি ল্যাপটপ, ১টি মনিটর ও নগদ ২৯ হাজার ৭শ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার সময় কলেজের নৈশ্যপ্রহরী মানিক চন্দ্রকে বেধে রাখা হয়।

মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের আবিনগর নূড়িগাছ তলা এলাকার ওই কলেজ এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) আনোয়ার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন জানান, ভোকেশনাল নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির শেষে রাতে কলেজে তালা লাগিয়ে বাসায় চলে যান তিনি। গভীর রাতে চোরেরদল নৈশ্যপ্রহরী মানিককে বেধে ভবনের দ্বিতীয় তলার জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা অফিস কক্ষে থাকা ২টি ল্যাপটপ, ১টি মনিটর ও নগদ ২৯ হাজার ৭শ টাকা চুরি করে নিয়ে যায়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করে যায় চোরেরা। পরে সকালে কলেজে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন অধ্যক্ষ।

এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন অপরাধ বার্তাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 482
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪