|

নড়াইলে মাশরাফি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিতঃ ৬:০৫ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

ব্যাট করছেন নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) আর বল করছেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। সুন্দর এই মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণার মধ্য দিয়ে উদ্বোধন করা হলো মাশরাফি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের।

নড়াইলের পুলিশ ও প্রশাসনের সর্বোচ্চ এ দুই কর্মকর্তার এরূপ কর্মকান্ডে হতবাক নড়াইলবাসী। ক্রীড়াঙ্গনকে আরও একধাপ এগিয়ে নিতে তাঁদের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সকলেই। নড়াইলের নলদী ইউনিয়নের সুজাপুরে আহ্সান ও কামরুজ্জামান স্টেডিয়ামে ১৬ দলীয় মাশরাফি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

মাশরাফি ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, মাশরাফি ফাউন্ডেশনের সভাপতি মারুফ হাসান জুয়েল।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১৬ দলীয় মাশরাফি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো শুরু হবে।

এদিকে অতিরিক্ত ডিআইজি স্বয়ং ব্যাট হাতে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করায় সোমবার (২৯ জানুয়ারি) নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি প্রদান করা হয়েছে।

বিবৃতিতে যৌথভাবে ক্লাবটির সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা বলেন, নড়াইলের ক্রীড়াক্ষেত্র গুলোকে আরো বেশি বেগবান করতে অতিরিক্ত ডিআইজি মহোদয়ের চেষ্টার কমতি নেই। মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন

দেখা হয়েছে: 603
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪