|

বাল্য বিবাহের অভিশাপ থেকে রক্ষা পেল মাসুমা আক্তার

প্রকাশিতঃ 4:19 am | January 15, 2018

মাসুদ হোসেনঃ

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে বাল্য বিবাহের অভিশাপ থেকে রক্ষা পেল মাসুমা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। রবিবার (১৪ জানুয়ারি) সন্ধা ৬টায় ইউনিয়ন পরিষদ এবং বাল্যবিবাহ নিরোধ স্কুল কমিটির যৌথ হস্তক্ষেপে এ বিয়ে বন্ধ করা হয়।

মাসুমা আক্তার মৈশাদী গ্রামের হামানকদ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বাল্যবিবাহের গোপন সংবাদ পেয়ে মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে স্থানীয় ইউপি সদস্য কালাম ব্যাপারি ও গ্রাম পুলিশদের সহযোগিতায় বাল্যবিবাহ রোধ করা হয়।

খবর পেয়ে দেখতে আসা বর পক্ষ পালিয়ে যায়। পরে ছাত্রীর অভিভাবকের অঙ্গীকার নামার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা হয়।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের সচিব আবু বক্কর মানিক জানান, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে এর ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে তাৎক্ষনিক চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনকে অবহিত করি। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হই ।

চাঁদপুরে বাল্য বিবাহের অভিশাপ থেকে রক্ষা পেল মাসুমা আক্তার-Aporadh-Barta

চাঁদপুরে বাল্য বিবাহের অভিশাপ থেকে রক্ষা পেল মাসুমা আক্তার-Aporadh-Barta