|

গৌরীপুর হাসপাতালে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন এমপি

প্রকাশিতঃ ১০:৪৪ অপরাহ্ন | জানুয়ারী ০৩, ২০১৮

গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সরকারিভাবে বরাদ্ধকৃত নতুন এ্যাম্বুলেন্স বুধবার (৩ জানুয়ারী) বিকেলে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ একেএম আব্দুর রব, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, জেলা ইপিআই কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন প্রমুখ।

জানা গেছে স্থানীয় এমপি নাজিম উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ এ্যাম্বুলেন্সটি বরাদ্ধ করা হয়। মঙ্গলবার (২ জানুয়ারী) বেলা ১২টায় রাজধানীর তেজগাঁও কেন্দ্রিয় ঔষধাগার কার্যালয় থেকে স্থানীয় এমপি আনুষ্ঠানিকভাবে বরাদ্ধকৃত এ্যাম্বুলেন্সটি গৌরীপুরবাসীর পক্ষে গ্রহন করেন।

উল্লেখ্য এ্যাম্বুলেন্সের অভাবে এ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। স্থানীয় এমপির প্রচেষ্টায় অবশেষে সেই দুর্ভোগ লাঘব হয়েছে। এজন্য জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

গৌরীপুর হাসপাতালে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন এমপি-Aporadh-Barta

গৌরীপুর হাসপাতালে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন এমপি-Aporadh-Barta

দেখা হয়েছে: 736
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪