|

ময়মনসিংহে যুব ভারউত্তলন প্রশিক্ষনের শুভ সূচনা

প্রকাশিতঃ ৮:৫৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

সুস্থ্যদেহ সুন্দর মন, খেলাধুলাই একমাত্র তরুনদের সুন্দর মন মাসিকতার প্রধান উৎস এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ময়মনসিংহে জাতীয় যুব ভারউত্তলন প্রশিক্ষন কর্মসূচী ও প্রতিযোগিতা ২০১৮ এর শুভ সূচনার উদ্বোধন ঘোষনা করা হয়েছে।

ব্যতিক্রমধর্মী এ খেলায় দেশের বিভিন্ন জেলার শতাধিক ছোট, বড় ও কমলমতি ছেলে, মেয়েরা অংশ গ্রহন করেছে। বাংলাদেশ ভারউত্তলন ফেডারেশনের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত এই প্রশিক্ষন কর্মসূচী চলবে বলে জানা গেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি ) দুপুরে নগরীর জয়নুল আবেদীন পার্কে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, বাংলাদেশ ভারউত্তলন ফেডারেশনের সাধারন সম্পাদক ও বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) ক্রিড়া সচিব এবং পরিচালক লেঃ কর্নের নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ২৭ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) অধিনায়ক লেঃ কর্ণেল আনিসুর রহমান, দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি নিয়ামুল কবির সজল, সাংবাদিক এইচ এম মোতালেব, নজীব আশরাফ, মোঃ কামাল হোসেন, দি ডেইলী ট্রাইব্যুনাল, ব্রেকিংনিউজডটকম ডটবিডি ও দৈনিক প্রজন্ম ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট মোঃ মাসুদ রানাসহ ভারউত্তলনের নারী, পুরুষ প্রশিক্ষক, সামরিক বেসামরিক কর্মকর্তারা।

ময়মনসিংহে যুব ভারউত্তলন প্রশিক্ষনের শুভ সূচনা

বাংলাদেশ ভারউত্তলন ফেডারেশনের সাধারন সম্পাদক ও বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) ক্রিড়া সচিব এবং পরিচালক লেঃ কর্নের নজরুল ইসলাম জানান, খেলাধুলা শরীরের জন্য একটি ব্যায়াম। সেই সাথে সুন্দর দেহ ও মন ভাল থাকে। ছেলে মেয়েরা যদি খেলার প্রতি মনোযোগ থাকে, তাহলে অন্য কোন নেশা তাদেরকে আসক্ত করতে পারেনা।

তিনি আরও জানান, এই খেলাটি দীর্ঘদিন বন্ধ থাকার করনে অনেক খেলোয়ার ভারউত্তলন খেলা থেকে সরে গেছে। তাই আবারও ভারউত্তলন ২০১৮ প্রতিযোগিতার মধ্যদিয়ে শুরু করেছি। আগামী ৯ মার্চ জাতীয় ভারউত্তল খেলার ফাইনাল প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

দেখা হয়েছে: 479
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪