|

হালুয়াঘাটে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামী নাহিদ আটক

প্রকাশিতঃ 6:56 pm | January 07, 2018

সৈয়দ তরিকুল্লাহ আশরাফী,হালুয়াঘাটঃ

শনিবার সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলার সাহাপাড়া গ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই কলেজ ছাত্র খুন হয়। নিহত দুইজন হল পূর্ব কাচারিপাড়া গ্রামের অধ্যাপক মজিবুর রহমানের ছেলে আকাশ (২৩) ও আনোয়ার হোসেনের ছেলে সৌরভ (২৩)।

এ ঘটনায় নিহত আকাশের পিতা মজিবুর রহমান আজ রবিবার বাদী হয়ে নাহিদকে প্রধান আসামী করে সোহান, অনিক, আকাশ, রাজিবসহ মোট ৯ জনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।

ঐদিন বিকালে সাহাপাড়া এলাকা থেকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মৃত নুরুল হুদার পুত্র নাহিদকে আটক করেছে পুলিশ।

আহত শূন্য জানায়, গত ৪ জানুয়ারী সন্ধ্যায় দু-দলে ব্যাডমিন্টন খেলা শুরু হলে নিহত আকাশ পরবর্তী গেম খেলার জন্য অপেক্ষা করতে থাকে। খেলায় অংশগ্রহনকারী অনিকের কাছে ব্যাট চাইতে গেলে সে ব্যাট দিতে না চাইলে আকাশ অনিকের কাছ থেকে জোরে ব্যাট ছিনিয়ে আনার চেষ্টা করলে অনিক আকাশকে ধাক্কা দেয় । এতে ক্ষিপ্ত হয়ে আকাশ অনিককে থাপ্পর দেয় ।

বিষয়টি নিস্পত্তির জন্য স্থানীয় নাহিদ, পিপুলসহ বেশ কয়েকজন শনিবার সন্ধ্যায় এক সালিশের আয়োজন করলে উভয়পক্ষের মাঝে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ ও সৌরভ গুরুতর আহত হলে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।