মহসিন রেজা, শরীয়তপুরঃ
বহু প্রতিক্ষিত “জাজিরা-নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প বিল মঙ্গলবার ২ জানুয়ারী ২০১৮ একনেকে ” পাশ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নড়িয়া বাজারে আনন্দ মিছিল বের করা হয়।
মিছিল শেষে বটতলায় পথ সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড, মোঃ আবুল কালাম আজাদ, আবুল বাসার দেওয়ান, কে এম ওবায়দুল হক, কেদারলপুর ইউঃ সাবেক চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন দেওয়ান, এড, আঃ খালেক। সভা পরিচালনা করেন মাস্টার সাইদুল হক মুন্না।
সভায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়। প্রকল্পটি যাদের কারনে পাশ হলো সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভা থেকে আগামী শুক্রবার বাদ জুমা নড়িয়া বাজার জামে মসজিদ এ মিলাদ এর আয়োজন করা হয়। সভায় বর্নিত প্রকল্পটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসুচী অব্যহত থাকবে বলে জানান বক্তারা।