|

ঝালকাঠিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিতঃ ৬:৫০ অপরাহ্ন | জানুয়ারী ০২, ২০১৮

খাইরুল ইসলাম, ঝারকাঠি প্রতিনিধি:

‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে র‌্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণসহ নানা আয়োজনে জাতীয় সামজসেবা দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে মঙ্গলবার সকালে ডিসি অফিসের প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর একই স্থানে গিয়ে শেষ হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, এনজিও কর্মকর্তা, প্রতিবন্ধী ছেলেমেয়েসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন।

জেলা প্রশাসক মো. হামিদুল হক র‌্যালিতে নেতৃত্ব দেন এবং পরে কালেকটরেট সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোঃ রুহুল আমিন সেখের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ছাইদুজ্জামান, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান পলাশ, রাজাপুরের উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী শংকর বল, সরকারি শিশু পরিবারের উপতত্বাবধায়ক মোঃ ফারুক হোসেন, প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্যকেন্দ্রের সাইফুল ইসলাম, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, জুনিয়র সমাজকর্মী হারুন অর রশীদ প্রমুখ বক্তৃতা করেন।

পরে কৃর্তী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং প্রতিবন্ধী শিশুদের হাতে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি। শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় ৯২ জন প্রতিবন্ধী ছেলেমেয়েকে মোট ছয় লাখ বায়ান্ন হাজার টাকার শিক্ষাসহায়তা দেয়া হয়।

ঝালকাঠিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত-Aporadh-Barta

ঝালকাঠিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত-Aporadh-Barta

দেখা হয়েছে: 522
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪