শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তের যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা শাপলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী। এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বায়েজীদ হোসেন ওয়ারেছী,পৌর যুবলীগ সভাপতি আকবর আলী,নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার,উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,মুক্তিযোদ্ধাসহ স্থানীয় বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ।