জাতীয়

মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করে নতুন মন্ত্রীদের দফতর বন্টন

স্টাফ রিপোর্টারঃ

মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করে নতুন মন্ত্রীদের দফতর বন্টন করা হয়েছে। বিমান মন্ত্রী রাশেদ খান মেননকে সমাজকল্যাণ  মন্ত্রণালয়ে, নব নিযুক্ত এ কে এম শাহজাহান কামালকে বিমান মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে পানি সম্পদ মন্ত্রণালয়ে।

মোস্তফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী,  নারায়ণ চন্দ্রকে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী,  তারানা হালিমকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে থাকা নুরুজ্জামানকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কাজী কেরামতকে মাদরাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *