সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শার নাভারণে মোটরসাইকেলের ধাক্কায় কামরুন নাহার হাওয়া (৪০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলের দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা নামক স্থানে এ ঘটনা ঘটে।
তিনি সু সমাজ ফাউন্ডেশনের এনজিওর কর্মী বলে জানা যায়। নিহত কামরুন নাহার উপজেলার ডিহি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কামরুন নাহার এনজিওর কাজ শেষে বাড়ির উদ্যোশে ফিরছিলো। নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা নামকস্থানে মেইন সড়ক পার হবার সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন। লোকজন উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।