|

নীলফামারীতে ৪.৫ মাত্রার মৃদু ভুমি কম্পন অনুভুত

প্রকাশিতঃ 6:50 pm | January 21, 2018

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীতে মৃদু ভুমি কম্পন অনুভত হয়েছে। যা রিখটার স্কেলে ৪.৬ মাত্রার কম্পন অনূভত হয়। শনিবার (২০ জানুযারী) সকাল সোয়া ৭টার দিকে এটি অনুভুত হয়। সৈয়দপুর আবহাওয়া অফিস জানিয়েছে এর স্থায়িত্বকাল ছিল ৬ সেকেন্ড।

নীলফামারীতে এ সময় মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করে ছিল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভ্ইুয়া ভুমি কম্পের বিষয় নিশ্চিত করেন।

নীলফামারী জেলা প্রশাসক মো. খালেদ রহীম বলেন, এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান সব উপজেলায় খোঁজ খবর নিয়ে আমাদের এ তথ্য নিশ্চিত করেন।

জেলার সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ভুমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের গৌরিপুর থেকে হয়েছে বলে জানা যায়। এর মাত্রা ছিল ৪.৫। তবে তিনি বলেন, এ ব্যাপরে ক্ষয়ক্ষতির কোন সংবাদ পাওয়া যায়নি।