অপরাধ, বাংলাদেশ, ময়মনসিংহ, লীড নিউজ, স্পেশাল বার্তা

ফুলবাড়ীয়ায় হাইকোর্টের অর্ডার দেখিয়ে চলছে ওয়ান-টেন জুয়া

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ:
আন্তজেলার জুয়ারী চক্র এবারও কথিত মুক্তিযোদ্ধার নামে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে নাকি ভূয়া ডিরেকশন, স্থগিতাদেশ ও কথিত পারমিশন এনে ময়মনসিংহের জুয়া অধ্যাশিত ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা বাজার সংলগ্ন রাত ব্যাপী ওয়ান-টেন নামক ভয়ংকর জুয়া খেলা চালাচ্ছে। এর মূল হুতা মাক্কোর বিরুদ্ধে প্রশাসনের সর্ব মহলে বহু অভিযোগ রয়েছে।

এ সকল ব্যপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে সকলেই দায় এরিয়ে কথিত হাইকোর্টের অর্ডার বলে চালিয়ে দিয়েছেন।

জানাযায়, গত কদিন ধরেই ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন স্থানে এ ওয়ান-টেন নামক জুয়াটি একই চক্র পরিচালনা করে স্থানীয় জনগনের চাপের মুখে জুয়া চালাতে ব্যার্থ হয়ে অবশেষে দেওখোলা বাজারে জমি লিজ নিয়ে ফরহাদের স্কুলের কাছে ব্যাপক প্রচারনার মাধ্যমে জুয়া পরিচালনা করছেন।

প্রতিদিন রাত ১১টা বাজতেই জুয়ারী চক্রের ভাড়া করা প্রাইভেটকার, মাইকো বাস, সিএনজি, মাহিন্ড্র, মটর সাইকেল ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে জুয়াস্থলে খেলোয়াররা এসে হাজির হচ্ছে। জুয়ার প্রভাবে ফুলবাড়ীয়া তথা এতদ অঞ্চলে মানুষ হত্যা করে সিএনজি, অটোরিক্সা, মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে খবর পাওয়া গেছে। অপর দিকে গরু চুরি ও ছিনতাই ব্যপক ভাবে বৃদ্ধি পাচ্ছে।

এ সকল ঘটনার সংশ্লিষ্ট থানা গুলো জটিল অপরাধের মামলা নিলেও বাকিরা শুধু দরখাস্ত দিয়েই দিনের পর দিন ঘুরছে। এ ব্যাপারে জুয়া সংশ্লিষ্ট এলাকা স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমান হাদির সাথে যোগাযোগ করলে তিনি বললে ঘটনার সত্যতা স্বীকার করেন। অপর দিকে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ জানান, হাইকোর্টের অর্ডার নিয়ে এই জুয়া চালানো হচ্ছে।

ইতি পূর্বে একই এলাকা জুয়ার পৃষ্টপোষক মাক্কু দীর্ঘদিন হাইকোর্টের অর্ডার বলে জুয়া চালানোর পর পুলিশ জানতে পেরেছিল উক্ত অর্ডারটি ভূয়া। ফলে পুলিশ জুয়ার সরঞ্জামাদি সহ সব কিছুই থানায় নিয়ে গিয়ে আইনি ব্যবস্থা গ্রহন করেছিল। এবারও সেই একই কায়দায় স্থানীয় প্রশাসনের কথিত অজুহাতে জুয়াটি চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

এ ব্যাপারে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন উক্ত জুয়া খেলার ফলে এলাকায় আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অপর দিকে ধর্মপ্রান মুসল্লিরা অভিযোগ করেন, ইসলাম বিরোধী এ সকল কর্মকান্ডে তারা ক্ষুদ্ধ। অপর দিকে এখানে মদ সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয় বলে তারা অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *