|

ঈশ্বরগঞ্জে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্ম বিরতি অবস্থান কর্মসূচী

প্রকাশিতঃ 9:04 pm | January 01, 2018

উবায়দুল্লাহ রুমি ,ঈশ্বরগঞ্জ
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসেসিয়েশন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরত পালন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত ওই কর্মসূচী পালন করা হয়।

বিভিন্ন ভাতা পদমর্যাদা সহ ৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসেসিয়েশন দেশ ব্যাপি কর্মসূচীর ডাক দেয়। এরই অংশ হিসেবে আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে হেল্থ এসিস্ট্যান্ট এসেসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত কর্মবিরত পালন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।

৪ দফা দাবীর মধ্যে রয়েছে বেতন স্কেল সহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০%, মাঠ-ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রদানের নিশ্চিত ও ১০% পোষ্য কোটা প্রবর্তন করা।

এসময় বক্তব্য রাখেন হেল্থ এসিস্ট্যান্ট এসেসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি একেএম আনিছুর রাজ্জাক ভূঁইয়া খোকন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহাজুল ইসলাম। কর্মসূচীতে হেল্থ এসিস্ট্যান্ট এসেসিয়েশন উপজেলা শাখার সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন