আবুতৌহিদ (মশাহারুল)পঞ্চগড়ঃ
আটোয়ারী উপজেলার বলরামপুর মির্জা গোলাম হাফিজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি হবিবর রহমান ও সদস্য আমিনুল ইসলাম আমিন সহ স্কুলের প্রধান শিক্ষক বাবু জগদিস চন্দ্র ও স্কুলে সহকারী প্রধান শিক্ষক মস্তাফিজুর রহমান মস্তা শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্ত তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা সহ বিদ্যালয়ের কর্মচারি বৃন্দ, বলরামপুর ইউনিয়নের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় গুলোতে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।