ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধা সদর উপজেলার কচুয়ার খামার গ্রামের চৌরাস্তার মোড় এলাকা থেকে গত ২৭ জুন তারিখে পানিতে ভাসমান অবস্থায় পড়ে থাকা আনুমানিক ৩৫ বছরের এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে। এই প্রেক্ষিতে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়। পরবর্তীতে গাইবান্ধা সদর হাসপাতালে ময়না তদন্তের পর আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়।
পরে ময়না তদন্তের রিপোর্টের পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর একটি হত্যা মামলা (নং-৬০) দায়ের করে। পরবর্তীতে পুলিশ হেড কোয়ার্টার থেকে গত ৭ ডিসেম্বর মামলাটির তদন্তভার পিবিআই গাইবান্ধা জেলার উপর ন্যাস্ত করে। মামলাটি বর্তমানে পিবিআই’য়ের কাছে তদন্তনাধীন রয়েছে।
গতকাল গাইবান্ধা পিবিআই দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি উপরোক্ত ঘটনায় প্রকৃত তথ্য উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।