ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আইন শৃঙ্খলা,জঙ্গি কার্যক্রম ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে পলাশবাড়ী থানা পুলিশের বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনভর সদরের এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম ছাড়াও অন্যান্য পুলিশ অফিসারের অংশগ্রহনে এ সময় জেলা পর্যায়ের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের নামসহ স্ব-স্ব মোবাইল নম্বর সম্বলিত ক্লাশ রুটিন বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষকদের মাঝে জেলা পুলিশের অর্থায়নে বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ করা হয়।
এসময় থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম বলেন জঙ্গি অপতৎপরতা দমনসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দেশের সর্বস্তরের জনতা সচেতন হলে আশাতীত সফলতা অর্জন হবে।